About Us

 



বইয়ের আলো পাঠশালা


বইয়ের আলো পিডিএফ হলো বইয়ের আলো পাঠশালা ভ্রাম্যমাণ লাইব্রেরীর একটি ই-পাঠশালা কার্যক্রম। বইয়ের আলো পাঠশালা ভ্রাম্যমাণ লাইব্রেরীর কার্যক্রম শুরু হয় রংপুর জেলা থেকে ১৪ ডিসেম্বর ২০১৯ সালে। প্রথমদিকে এই পাঠশালা'র কার্যক্রম শুধুমাত্র রংপুর জেলায় পরিচালিত হয়। পরবর্তী'তে ঢাকা হতে। প্রতিষ্ঠাতা নাজির হোসেন অল্প বয়সেই এই কার্যক্রম হাতে নেন এবং একাই কঠর পরিশ্রমে সহযোগী না পেয়ে একাই এগিয়ে যান। বইয়ের আলো পাঠশালা'র সদস্য হতে কোনো সদস্য ফী কিংবা মাসিক ফী'র প্রয়োজন হয় না। একদম বিনামূল্য। আর বই পৌছে যায় পাঠকের একদম ঠিকানায়, বা্সায়, ক্যাম্পাসে অথবা নির্দিষ্ট স্থানে।

বইয়ের আলো পাঠশালা'র মূল লক্ষ হলো প্রিথিবী'কে বইয়ের আলোয় আলোকিত করা। আমরা বিশ্বাস করি একদিন আমাদের এই বাংলাদেশ বইয়ের আলোয় আলোকিত হবে ইনশা'আল্লাহ। একদিন আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বো ব্যাগভরা বই নিয়ে। হাজার হাজার বইভাই তৈরি করব আমরা।

আমাদের নতুন একটি কার্যক্রম বইয়েরালো পিডিএফ। এই ওয়েবসাইট থেকে যে কেউ খুব সহজে যেকোনো বই ডাউনলোড করতে করতে পারবে একদম ফ্রীতে।

বইয়ের আলো পাঠশালা (ভ্রাম্যমাণ লাইব্রেরী)                
 
বইয়ের আলো পাঠশালা (ই-লাইব্রেরী)                               
প্রতিষ্ঠাতাঃ নাজির হোসেন (ছাত্রঃ সাস্ট-১ম বর্ষ ২য় সেমিস্টার-সিইই-                    বিএসসি)
প্রতিষ্ঠা-কালঃ ১৪ ডিসেম্বর ২০১৯ (ভ্রাম্যমাণ কার্যক্রম)
                   ২০ জুলাই ২০২০ (ই-লাইব্রেরী ডিজিটাল কার্যক্রম)


  





প্রতিষ্ঠাতা বইয়ের আলো পাঠশালা

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!